এই মাত্র পাওয়া :

অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কাজ করছে প্রশাসনঃ ডিসি শাহ্ মোজাহিদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০২৩ ৯:১৭ : অপরাহ্ণ 302 Views

অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।আর এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন,সকলকেই নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে।থানচি উপজেলায় প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।শনিবার (৩০ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় উপজেলা পরিষদের মাল্টিপারপাশ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক বলেন,জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বান্দরবানের ৭টি উপজেলা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সুশিল সমাজ,নির্বাচনের অংশগ্রহনকারী প্রার্থী,যানবাহন মালিক,রেস্টুরেন্ট আবাসিক মালিক সংগঠন,সাংবাদিকসহ জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করেছি।সর্বশেষ থানচি উপজেলায় হাজির হয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং,পোলিং কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ,অংশগ্রহন মূলক নির্বাচনের জন্য উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর আপনাদের চাহিবা মাত্র পৌছে যাবে।৭ই জানুয়ারী একদিন আপনাদের দায়িত্ব থাকবে নিরপেক্ষ আচরণ।কোন প্রকার বিশৃংঙ্খলা দেখা দিলে সাথে সাথে আইন শৃংঙ্খলার বাহিনীকে জানাবেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ মামুন সভাপতিত্ব করেন।বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে জেলার পুলিশ সুপার সৈকত শাহীন,জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন,জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.ছালাউদ্দিন,লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সফিকুল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর