অনন্য সুন্দর গোল্ডেন বৌদ্ধ বিহার পর্যটনকে দিবে নতুন মাত্রাঃ হয়ে উঠবে বৌদ্ধ ধর্মালম্বীদের তীর্থস্থান


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৯ জুলাই, ২০২২ ৪:৪৫ : অপরাহ্ণ 762 Views

পর্যটন জেলা হিসেবে বান্দরবানে ছুটে আসে অসংখ্য পর্যটক আর এবার পূজারীদের পাশাপাশি দর্শনার্থীদের মনোরম পরিবেশে সৌন্দর্য্য অবলোকন এর জন্য পৌরসভা এলাকার লালমোহন বাহাদুর বাগান এলাকায় নির্মিত হচ্ছে গোল্ডেন বৌদ্ধ বিহার।আর এই বিহারের নির্মাণ কাজ শেষ হলে পূজারী’রা তাদের ধর্মীয় কর্মকান্ড সম্পাদনের পাশাপাশি দর্শনার্থীরা ও এর সৌন্দর্য্য অবলোকন করতে পারবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।পর্যটন নগরী বান্দরবানের সৌন্দর্য্য দেখে মুগ্ধ হয় সবাই আর এবার ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পাদনের পাশাপাশি ভ্রমনের জন্য নতুন দ্বার উন্মোচন হচ্ছে গোল্ডেন বৌদ্ধ বিহার তৈরির মধ্য দিয়ে।

বান্দরবান-কেরানীহাট সড়কের লালমোহন বাহাদুর বাগান এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর নিজস্ব জমিতে প্রায় ২ একর জায়গা জুড়ে সুদক্ষ কারিগর আর স্থাপত্য শিল্পীর অপরুপ কারুকাজ দিয়ে নির্মান কাজের শেষের পথে রয়েছে এই গোল্ডেন বৌদ্ধ বিহার।এই বিহার পুরোদমে চালু হলে স্থানীয় ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নসহ পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ স্থানীয়দের।নির্মানাধীন এই গোল্ডেন বৌদ্ধ বিহার এ ইতিমধ্যে নির্মিত হয়েছে থাইল্যান্ড ও মায়ানমারের বিভিন্ন বৌদ্ধ বিহার এর কারুকাজ এর আদলে একটি সাতান্ন ফুট উচ্চতার দন্ডায়মান বৌদ্ধ মূর্তি,একটি সুদৃশ্য গেইট,দুইটি সিংহ, দুইটি ড্রাগন,দুইটি হাতি,একটি প্যাগোডা,একটি পানির ঝর্ণা এবং একটি আকর্ষনীয় আসন সহ বিভিন্ন স্থাপনা।

বৌদ্ধ বিহারের স্থাপন এর জন্য ইতিমধ্যে মায়ানমার থেকে আনা হয়েছে ৩টি পিতলের এবং ১টি শ্বেত পাথরের আকর্ষনীয় বৌদ্ধ মুর্তি।বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ কারুশিল্পীদের সুদক্ষ হাতে প্রতিদিনই চলছে বিহারের সৌন্দর্য্য বর্ধনের কাজ।
বিহারে কাজ করা কারুশিল্পী কিমং রাখাইন বলেন, আমি বাংলাদেশের অনেক স্থানে কাজ করেছি তবে বান্দরবানের এই গোল্ডেন বৌদ্ধ বিহার এর কাজ সম্পূর্ণ আলাদা।কয়েকটি ধাপে ধাপে আমরা স্থাপনা গুলো নির্মাণ করে যাচ্ছি।

গোল্ডেন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মংহ্লা জানান,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর নিজস্ব জমিতে এই গোল্ডেন বৌদ্ধ বিহার নির্মাণের কাজ করছেন।সেজন্য আমরা একটি পরিচালনা কমিটি করে এই ধর্মীয় কাজে সংশ্লিষ্ট রয়েছি।এই বিহার বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য একটি তীর্থস্থানে পরিণত হবে।এবিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,আমার ব্যক্তিগত উদ্যাগে এবং স্থানীয় দানবীরদের দান এবং অনুদান পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় গোল্ডেন বৌদ্ধ বিহার এর কাজ চলমান রয়েছে।সমস্ত কারুকাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে এটি বিহার পূজারী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।এই বিহারটিতে যে সমস্থ অনাথ শিশু লেখাপড়া করতে পারছে না তাদের বিনামুল্যে আবাসিকভাবে বসবাসের সুবিধা নিশ্চিত করে পড়াশোনা করানো হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর