

চক্ষু শিবিরের মাধ্যমে চোখে ছানী পড়া ৫০ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার এবং বাছাইকৃত ১৪০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বান্দরবান পৌরসভা এর উদ্যোগে এই চিকিৎসা সেবা ও চশমা বিতরন করা হয়।বান্দরবান পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চশমা চক্ষু রোগীদের হাতে তুলে দেন পৌর প্রশাসক এস,এম,মনজুরুল হক।এসময় তিনি বান্দরবান পৌরসভা এর মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।এদিকে,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর মতো অত্যন্ত জনগুরুত্বপূর্ন একটি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পরও পৌর প্রশাসক হিসেবে এস এম মনজুরুল হক বান্দরবান পৌরবাসীর সেবা নিশ্চিতে গ্রহন করা কার্যক্রমের কারনে বিপুলভাবে প্রশংসিত হয়েছেন।পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে তিনি সরাসরি প্রান্তিক পৌর নাগরিকদের যেকোনও সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।পৌর এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি পৌর প্রশাসক হিসেবে তিনি পৌর শহরে বসবাসরত শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু করেছেন।সম্প্রতি পৌর প্রশাসকের ঐকান্তিক একটি প্রচেষ্টায় ৬৪ জন মেধাবী শিক্ষার্থীকে পৌর প্রতিভা উপাধিতে ভূষিত করে।এছাড়াও পৌর প্রশাসক হিসেবে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনের পাশেও তিনি যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেন যা নজির সৃষ্টি করেছে।







