

এইচএসসি”২০২৫ শিক্ষাবর্ষের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বান্দরবান পৌরসভা।পৌরসভার উদ্যোগে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে স্মারক,সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করে সংবর্ধনা দেয় পৌরসভা প্রশাসন।মঙ্গলবার (৯ই ডিসেম্বর) পৌরসভা কনফারেন্স রুমে শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হক।এসময় বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.নুরুল আবছার চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ফয়জুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।এসময় অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থী,শিক্ষার্থীদের অভিভাবক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত বান্দরবান পৌরসভার উদ্যোগে ইতিপূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,উচ্চশিক্ষা সহায়তা,বৃত্তি প্রদানের মতো প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো বেশি আগ্রহী করে গড়ে তুলতে পৌরসভা কতৃক এমন উদ্যোগের প্রশংসা করেছেন অবিভাবক মহল।







