

৭ম ধাপে বান্দরবান সদর উপজেলার ৩টি ইউনিয়ন পষিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে।সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকেল ৪টা পর্যন্ত।এসময় নারী পুরুষরা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে ভোট প্রদান করছে।বান্দরবান সদরে এবার বান্দরবান সদর,রাজবিলা ও জামছড়ি এই ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন।এই প্রার্থীরা সবাই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ছিলেন।যা নিয়ে বান্দরবানের স্থানীয়রা এই ঘটনাকে একটি বাজে রেকর্ড বলে মন্তব্য করছেন।এছাড়াও সদর ইউপির ২জন সাধারণ সদস্য, জামছড়ির ২জন সংরক্ষিত সদস্য,৭জন সাধারণ সদস্য এবং রাজবিলা ইউপিতে ১জন সংরক্ষিত সদস্য ও ৪জন সাধারণ সদস্য বিনা বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ায় ইতিমধ্যে ভোটের আমেজ অনেকটাই কমে গেছে।নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমা বলেন,সকাল থেকেই ৭ম ধাপে বান্দরবান সদর উপজেলার ৩টি ইউনিয়ন পষিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে এখন পর্যন্ত প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন চলছে।