

শান্তিচুক্তির ২৮ বছর পূর্তিকে স্মরনীয় করে রাখতে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়।মঙ্গলবার (২ ডিসেম্বর) বান্দরবান সদর হাসপাতালে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এর সার্বিক তত্বাবধানে আয়োজিত রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম,জেলা পরিষদ সদস্য মো.নাছির উদ্দিন,সদর হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিলীপ চৌধুরীসহ সাংবাদিক,রেড-ক্রিসেন্ট সদস্য এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন,রক্তদানের মাধ্যমে আমরা অন্যের জীবন বাঁচাতে পারি।একে অপরের সাহায্যে এগিয়ে এলে রক্তের অভাবে কেউ জীবন হারাবে না।নিয়ম মেনে রক্তদান করলে মানবদেহের ক্ষতি হয় না।তাই নিয়মিতভাবে আমাদের রক্তদান করা উচিত।







