

বান্দরবান সদর উপজেলাস্থ ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্বোধন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) রাজবিলা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।তিনি নবনির্মিত অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্বোধন শেষে ইউনিয়নের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে ব্যাগ ও ছাতা বিতরন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.এমদাদ হোসেন চৌধুরী।এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যা,ইউপি সচিব,শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।বান্দরবান সদর উপজেলা এই কার্যালয় নির্মান কাজ বাস্তবায়ন করেছে।
বিস্তারিত আসছে……







