এই মাত্র পাওয়া :

ব্যবসায়ীর টাকা ছিনতাইঃ পুলিশী তৎপরতায় গ্রেফতার হলো ছিনতাইকারী


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৭ আগস্ট, ২০২৫ ৫:০১ : অপরাহ্ণ 858 Views

বান্দরবান পৌরসভার সদর উপজেলা পরিষদের মুল ফটকের সামনে থেকে রাতের আধারে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ ১৫ হাজার টাকা ছিনতাই ঘটনার পর পুলিশ অভিযান পরিচালনা করে মো.শাহাদাত হোসেন সাজু (৪৫) নামে এক আসামীকে আটক করেছে।মো.শাহাদাত হোসেন সাজু (৪৫) বান্দরবান পৌরসভার ৯নং ওর্য়াড ইসলামপুরের বাসিন্দা এবং মোঃ আব্দুস সালাম এর ছেলে।রবিবার (১৭ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে লুন্ঠিত টাকা উদ্ধার ও এই ঘটনায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।এসময় পুলিশ সুপার উপস্থিত সকলকে যে কোন অপরাধের ঘটনা ঘটলে দ্রুত পুলিশের সহায়তা নেয়ার আহবান জানান এবং সবাইকে আরো সচেতন হতে অনুরোধ জানান।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান,গত ১৩আগষ্ট রাত ১১টার সময় বান্দরবান বাসষ্টেশানের পাহাড়ীকা ফিলিং স্টেশন থেকে পায়ে হেটে বাড়ি ফেরার পথে সদর উপজেলা পরিষদের মুল ফটকের সামনে থেকে ব্যবসায়ী নিখিল কান্তি দাশের হাত থেকে ২লক্ষ ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় আসামী মো.শাহাদাত হোসেন সাজু।পুলিশ এই ঘটনার পর আসামী সনাক্ত করে তাকে দ্রুত আটকের জন্য অভিযান শুরু করে এবং ১৭আগষ্ট ভোরে কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালী নতুন পাড়ায় এলাকা থেকে পালিয়ে থাকা অবস্থায় আসামী মো.শাহাদাত হোসেন সাজুকে আটক করে বান্দরবান সদর থানায় নিয়ে আসে।তার বিরুদ্ধে ধারা-৩৯২ পেনাল কোড দায়ের করে একটি দস্যুতার মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশ সুপার।সংবাদ সম্মলনে এসময় পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার,অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ পারভেজ,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ব্যবসায়ী নিখিল কান্তি দাশসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর