

পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন বান্দরবান এর যৌথ উদ্যোগে বান্দরবান বাজার মসজিদ সংলগ্ন বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।সোমবার (৯সেপ্টেম্বর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা কালে ইসমাইল এন্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠান হতে ১০৪ কেজি পলিথিন জব্দ ও ৫০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক,মোঃ রেজাউল করিম,এছাড়া সার্বিক সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।পরিবেশ অধিদপ্তর,বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান-মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।এদিকে “বান্দরবান জেলার উপজেলাগুলোতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানি সরবরাহ” প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলার আর্মি পাড়া ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবের বিষয়টি বিবেচনা করে বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এর নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে।২০২৫-২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি আর্মি পাড়ায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং সুপেয় পানির সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন।এই স্কিমের আওতায় গভীর নলকূপ থেকে পানি রিজার্ভার এ জমা হবে,সেখান থেকে পাইপের মাধ্যমে ৫টি পানির কলের মাধ্যমে সুপেয় পানি পাওয়া যাবে।এই পাঁচটি পানির কলের মধ্য থেকে বান্দরবান সদরের পৌর এলাকার আর্মি পাড়ায় ২টি এবং স্থানীয় মসজিদেও দুইটি পানির কলের মাধ্যমে পানি সরবরাহ হবে।এছাড়াও উপজেলা পরিষদে আগত সেবা প্রার্থীদের পানির কষ্ট লাঘবের উদ্দেশ্যে একটি পানির কল পরিষদ প্রাঙ্গনে ও উন্মুক্ত রাখা হয়েছে।