

বান্দরবান সদর উপজেলায় প্রতিভাবান খেলোয়াড় ও ক্লাবকে উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ মে) সদর উপজেলা স্থানীয় খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।বান্দরবান স্পোর্টস ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে একটি অনাড়ম্বর আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।
ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠান এ ফুটবল,ক্রিকেট, ব্যাডমিন্টন,দাবাসহ বেশ কয়েকটি ইভেন্ট এর প্রতিভাবান ও পরিশ্রমী খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়।এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি উপস্থিত খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্য করে এসময় তিনি বলেন,দৃঢ় মানসিক শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে ভালো ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করতে হবে।জেলার সুনাম যাতে খেলাধুলার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়া যায় সেদিকে মনযোগী হতে হবে।তিনি এসময় খেলাধুলার পাশাপাশি পড়াশোনার দিকটাও গভীরভাবে খেয়াল রাখতে হবে বলেও পরামর্শ প্রদান করেন।এবিষয়ে ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,সারাবছরই ক্রীড়া ক্ষেত্রে নানাভাবে কাজ করে যাচ্ছি।প্রান্তিক পর্যায়ে তরুনদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাঠমূখী রাখাটা জরুরী।এতে মাদক ও সন্ত্রাসমুক্ত থাকবে অত্র অঞ্চলের তরুন সমাজ।সদর উপজেলায় ছয়টি ইউনিয়ন রয়েছে।এসব ইউনিয়নে যেসব ক্লাব সক্রিয় এবং ক্রীড়ামূখী সেসব ক্লাবকে অগ্রাধিকার ভিত্তিতে ক্রীড়া সামগ্রী বিতরন করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় আজকে প্রথম ধাপে জেলা ফুটবল দলের সদস্য,অনুর্ধ্ব ১৭ এবং প্রান্তিক পর্যায়ের দুইটি ক্লাব কে ক্রীড়া সামগ্রী বিতরন করা হলো।