বান্দরবানের দুই পৌরসভায় কর্মবিরতি চলছে,ভোগান্তিতে শহরবাসী


প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০১৮ ৪:৩৪ : পূর্বাহ্ণ 809 Views

বান্দরবান অফিসঃ-কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বান্দরবানের দুইটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে পৌরসভার সব বিভাগের কাজকর্ম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সেবাপ্রার্থী পৌর বাসীর জনগণ।বান্দরবান বাজারে ৩দিন পযর্নন্ত ময়লার স্তুুফ জমে থাকায় পৌরবাসী নানান ভোগান্তিতে পড়েছে,পৌর এলাকায় রাতে বৈততিক বাল্ব না থাকায় রাতে জনগন চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছে,রাতে বাতি না থাকায় বান্দরবান পৌর এলকায় মটর সাইকেল চুরের উৎপাৎ বেড়েছে বহুগুনে।চুরি যাওয়া মটর সাইকেলের মালিক বনরুপা ঠিকাদার ফারুক আহাম্মদ এর ছেলে ঠিকাদার আব্দুল করিম জানান, পৌরসভার লাইট না থাকার কারনে গত দুদিন পূর্বে আমার নতুন পালসার মটর সাইকেলটি আমার বাড়ীর পাশে বারান্দা থেকে চুরি হয়ে গেছে।সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা,পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে রবিবার সকাল থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করেন বান্দরবান জেলার দুইটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।এতে অচল হয়েছে পড়েছে পৌরসভার সকল কর্মক্রম।বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ জানান,দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে।একই দাবিতে লামা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা বান্দরবান পৌরসভায় একই কর্মসুচী পালন করছে।এই কর্মবিরতি চলে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত।কর্মবিরতিতে অংশ নেয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃশাহজাহান কবীর, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের বান্দরবান জেলা শাখার সভাপতি ও বান্দরবান পৌরসভার সচিব মো:তৌহিদুল ইসলাম,বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী সদস্য মং শৈ খৈ মারমা,বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌরসভার কার্য-সহকারী আমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো:হোসেন,সদস্য দিদারুল হক, সদস্য মঞ্জুর আহামদ চৌধুরী,সদস্য কৃষœ কান্তি দাশ, সদস্য মাওলানা আলী আকবর,সদস্য বশর,ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু লামা পৌর সভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো: তানফিজুর রহমান,সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল করিম,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য পৌর এলাকায় পানি সরবরাহ ছাড়া পৌরসভার অন্যান্য সকল কার্যক্রম থেকে কর্মকর্তা-কর্মচারীগণ বিরত রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!