
বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকাস্থ সাঙ্গু উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়।রবিবার (২ নভেম্বর) বিকালে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণি।এসময় প্রসিকিউশন প্রদান করেন মোহাম্মদ নুর উদ্দিন,পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।উক্ত মোবাইল কোর্টে মো.ইয়াসিন (৩২) কে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ (খ) লংঘনের দায়ে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন।পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর,বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান।প্রসঙ্গত,উন্নয়ন কাজের আড়ালে বান্দরবান সদর উপজেলায় প্রায়ই পাহাড় কাটার নেতৃত্বে থাকেন এই ইয়াসিনসহ একটি সংঘবদ্ধ সিন্ডিকেট।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.