

শব্দ দূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রলিক হর্ণ ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বান্দরবান সদর উপজেলা প্রশাসন।পরিবেশ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয় এর সহযোগিতায় রবিবার (৪ জানুয়ারি) এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট এ নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি।পরিবেশ অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের সহকারি পরিচালক মো.রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা,২০০৬ এর বিধি ৮ অমান্য করে হাইড্রলিক হর্ণ ব্যবহারের অভিযোগ এ ০২ টি বাসের চালক কে ৮০০০/-(আটঁ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ০৩ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।জেলা পুলিশ ও আনসার সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে।পরিবেশ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়,শব্দদূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা।এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন।







