

বান্দরবানের চিম্বুক এলাকার ১৬ মাইল নামক স্থানে একটি চলন্ত সিএনজি টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।নিহত ব্যাক্তির নাম সাখাওয়াত (৩০)।তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার,নতুন চর খাগরিয়া গ্রামের মো.হোসেন এর পুত্র।স্থানীয়দের দেয়া তথ্য মতে বুধবার (৩১শে ডিসেম্বর) বিকাল ৪ টায় নীলগিরি থেকে বান্দরবান সদরের দিকে আসার পথে ১৬ মাইল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দূর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহেদ পারভেজ বলেন,নিহত ব্যাক্তি ফলের ব্যাবসায়ী।কাজ শেষে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।তার সাথে আরো দুইজন আত্মীয় একই গাড়িতে ছিলেন।তারা সম্পর্কে খালাতো ভাই।দূর্ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে।নিহতের পরিবারের সদস্যরা এসেছেন।যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে।







