গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার আহবান জানিয়েছে বান্দরবান জেলা পুলিশ


বান্দরবান অফিস প্রকাশের সময় :২৩ জুলাই, ২০১৯ ১১:৫৫ : অপরাহ্ণ 737 Views

“গুজবে বিভ্রান্ত হবেন না-আইন নিজের হাতে তুলে নেবেন না” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে বান্দরবান জেলা শহরে ছেলেধরা গুজবে বিভ্রান্ত না হতে জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে।আজ ২৩ জুলাই মঙ্গলবার দুপুরে বান্দরবান সদরের জীপ মাইক্রো কার মালিক সমিতির সভা কক্ষে বান্দরবান জেলা পুলিশ কতৃক আয়োজিত এই জন সচেতনতামূলক সভাটি অনুষ্টিত হয়।এসময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:মোবাশ্বের হোসেন,ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক মো:সালাহ উদ্দিন মামুন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম চৌধুরী,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক ভুইয়া।সভায় বক্তারা বলেন, “ছেলে ধরা সন্দেহে কোন ব্যাক্তির আচরন/চলাফেরা সন্দেহজনক হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন”।কাউকে পিটিয়ে আহত বা হত্যা করার অধিকার কারও নেই।আইন কখনোই নিজের হাতে তুলে নেয়া যাবে না।বক্তারা আরও বলেন,মানুষও গুজবের পেছনে ছুটছে।গুজব যেন কাউকে ছাড়ছেনা।গুজব এখন আতঙ্কে পরিনত হয়েছে।আমরা চাই সাধারন মানুষ গুজব থেকে বেরিয়ে আসুক।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুক।একটি গুজব অনেক বড় অপরাধের জন্ম দিতে পারে।তাই গুজবকে এড়িয়ে চলতে হবে।সভায় বক্তরা বলেন,ছেলেধরা গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হয়েছে।সারাদেশের মতো ছেলেধরা গুজবকে কেন্দ্র করে সম্প্রতি বান্দরবান জেলা শহরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার জন্যে মাঠে নেমেছে বান্দরবানের জেলা পুলিশ।এসময় পুলিশের শীর্ষ কর্তারা আরও বলেন,গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল।গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গনপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না।কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন এবং যে কোন জরুরী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করুন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!