

নারীর সামাজিক মর্যাদা ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।কিশোরীদের জন্য বৈষম্যহীন ও মর্যাদা সম্পন্ন একটি পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব এবং সুচিন্তিত দিকনির্দেশনায় বাংলাদেশের নারীরা এখন বিশ্ব মানচিত্রে মহিমান্বিত অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশীদার এমনটাই জানিয়েছেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।সোমবার (২১ মার্চ) দুপুরে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে একেএস,গ্রাউস এবং তহ্জিংডং এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা এমন কথা বলেন।
এসময় তিনি পার্বত্য বান্দরবানের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কিশোরীদের বৈষম্যহীন,নির্যাতন ও সহিংসতা মুক্ত এবং মর্যাদা সম্পন্ন পরিবেশ নিশ্চিত করতে এ.কে.এস এর নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।এসময় তিনি কিশোরী সুরক্ষায় একেএস এর উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচি বাস্তবায়নে বান্দরবান সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করার কথাও জানান।
টেকসই আগামীর মূল শর্ত জেন্ডার সমতা এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএস এর নির্বাহী পরিচালক ড নাই প্রু নেলী।এসময় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক,তাহ্জিংঢং এর এডমিন জোন কোঅর্ডিনেটর লেলুং খুমী,গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিনময় মুরুং,বান্দরবান প্রেসক্লাব সদস্য কৌশিক দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।ও.এল.এইচ.এফ এর প্রজেক্ট কোঅর্ডিনেটর দীধিতা চাকমার সার্বিক সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মার্গারেট ত্রিপুরা।
উল্লেখ্য,ও.এল.এইচ.এফ প্রজেক্টের মূল প্রতিপাদ্য আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের প্রকল্প এবং এই কর্মসূচির আওতাভুক্ত প্রায় ৩০ টি ক্লাবের কিশোরীরা এসময় উপস্থিত ছিলেন।