

অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে বান্দরবানে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা সদরের বনরুপা এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো.আরমান ভূইয়া।অভিযানে অহি এন্টারপ্রাইজ ও নুর জাহান এন্টারপ্রাইজের একটি গুদাম থেকে গ্রাহকদের কাছে বিক্রি না করে গোপনে মজুদ রাখা বেশ কয়েকটি এলপি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।এ ঘটনায় মো.মাহাবু নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে জব্দ করা গ্যাস সিলিন্ডারগুলো তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় বাসিন্দাদের কাছে বিক্রি করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।উল্লেখ্য,গত কয়েকদিন ধরে বান্দরবানে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল।







