

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে বান্দরবানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বান্দরবান সদর উপজেলা প্রশাসন।পরিবেশ অধিদপ্তর,বন্দরবান জেলা কার্যালয়ের সহযোগিতায় বুধবার (৩০ এপ্রিল) এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট এ নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি।এসময় তালুকদারপাড়া এলাকায় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহার করার অভিযোগে ০২ বাস চালককে চার হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং তাৎক্ষণিক ৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে মোবাইল কোর্ট।এছাড়াও শব্দদূষন নিরসনে একাধিক যানবাহনে সচেতনতামূলক স্টিকার সংযুক্ত করার পাশাপাশি সতর্ক করা হয়।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।জেলা পুলিশ ও আনসার সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে।পরিবেশ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে,শব্দদূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা।এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে যাতে করে পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষা নিশ্চিত করা যায়।আগামীতেও এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।উল্লেখ্য,শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে-শব্দদূষণ একটি দণ্ডনীয় অপরাধ। শব্দদূষণ রোধে পরিবশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে থাকা পরিবশে অধিদপ্তর মানুষের মাঝে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।শব্দদূষণে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে-এর মধ্যে উচ্চ রক্তচাপ,বুকে ব্যথা,শ্বাসকষ্ট,শ্রবণশক্তি হ্রাস, অনদ্রিা,মানসিক চাপসহ গর্ভস্থ বাচ্চার ক্ষতি হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হেয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ১৯৯৬ সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে।