

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের গত ২৩ সেপ্টেম্বর মাসে ওয়ামং তঞ্চঙ্গ্যা তার ৩০টি গরুসহ ভালুকিয়া খালের উপরে খামার বাড়ি থেকে ও গত ৮ অক্টোবর রেজু খালের উপরে জুমে কাজ করতে গিয়ে জ্যোতিরাম তঞ্চঙ্গ্যা অপহরনের পর প্রশাসনের কোন আইনি সহযোগিতা ও জোরালো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবানের আদিবাসী ছাত্র সমাজ।রবিবার (১৬ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আদিবাসী ছাত্র সমাজ আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্যে রাখেন,পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ্যা,বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সাধারণ সম্পাদক বিতন তঞ্চঙ্গ্যা,মানবাধিকার কর্মী জন ত্রিপুরা,উমং মারমা,শিমুল তঞ্চঙ্গ্যা,ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের প্রতিনিধি ন্যালসন ত্রিপুরাসহ প্রমুখ।এসময় বক্তারা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ওয়ামং তঞ্চঙ্গ্যা তার ৩০টি গরুসহ ভালুকিয়া খালের উপরে খামার বাড়ি থেকে ও রেজু খালের উপরে জুমে কাজ করতে গিয়ে জ্যোতিরাম তঞ্চঙ্গ্যা অপহরনের দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তাদের উদ্ধারে প্রশাসনের কোন আইনি সহযোগিতা ও জোরালো পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং যারা অপহরণ হয়েছে তাদেরকে উদ্ধার করে,এ ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি জানান।







