এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে শুরু হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

৩৩৩ সেবা সম্পর্কে বান্দরবান জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :১৮ সেপ্টেম্বর, ২০১৯ ৭:৫২ : অপরাহ্ণ 727 Views

নাগরিকদের জন্য ত্রিপল থ্রি ৩৩৩ সেবা সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করেছে বান্দরবান জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক দাউদুল ইসলাম বলেন নাগরিকদের সুবিধার জন্য সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ৩৩৩ কল সেন্টার চালু করেছে। যে কোন নাগরিক যে কোন সময় এ নাম্বারে ফোন দিয়ে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নাম্বার এবং যে কোন সামাজিক সমস্যার প্রতিকারে নিজ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে পারবে।

২৪ ঘন্টা এবং সপ্তাহে সাতদিন ৩৩৩ তে কল দিয়ে জানা যাবে সরকারী সেবা প্রাপ্তির পদ্ধতির তথ্য জনপ্রতিনিধি ও সরকারী কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য আবহাওয়ার তথ্য রেল সেবার তথ্যসহ বিভিন্ন সেবা মূলক তথ্য। প্রবাসী নাগরিকরাও এ সেবা গ্রহন করতে পারবে সেক্ষেত্রে তাদেরকে ০৯৬৬৬৭৮৯৩৩৩ এ নাম্বারে কল করতে হবে। ইতোমধ্যে ৩৩৩ তে কল দিয়ে সারা দেশে ২ হাজার ৪০০টিরও বেশী বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানান জেলা প্রশাসক।সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন,জেলা তথ্য অফিসারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য ২০১৮ সালের ১২ এপ্রিল প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই কর্তক নাগরিকদের সেবা প্রদানের লক্ষ্যে এ কল সেন্টারটির উদ্বোধন করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!