এই মাত্র পাওয়া :

রোটারি ক্লাব অব বান্দরবান এর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়ঃ-(ইয়াছমিন পারভীন তিবরীজি)


সিএইচটি টাইমস নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২১ ৬:২০ : অপরাহ্ণ 577 Views

১১শ ছাত্র-ছাত্রীর সুবিধার্থে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সুপেয় পানির ফিল্টার স্থাপন করেছে রোটারি ক্লাব অব বান্দরবান।সোমবার (২৯ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপনকৃত এই পানি ফিল্টার কর্ণার পরিদর্শন ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।পরে রোটারি ক্লাব অব বান্দরবান এর প্রেসিডেন্ট মোঃমহিউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বান্দরবান সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দীপ্তি কণা দে,বান্দরবান জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি অমল কান্তি দাশ,বান্দরবান প্রেসক্লাব সেক্রেটারি মিনারুল হক,পিপি মাহবুবুর রহমান,পিপি মোজাম্মেল হক লিটন,পিপি শফিকুর রহমান বাবুল,শিক্ষক সম্পদ বড়ুয়া,ক্লাব সেক্রেটারি তরুন কান্তি দাশ,রোটারিয়ান নাজমুল হাসান ভুঁইয়া,খলিলুর রহমান সোহাগ,আনিসুর রহমান সুজন,মো.ফারুক,অলক ধর,সুজন চৌধুরী সঞ্জয় সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।রোটারি ক্লাব অব বান্দরবানের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে আলোচনা সভায় ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।উন্নয়নের এই স্রোতধারা অব্যাহত রাখতে হলে স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন ও সকল বেসরকারী সংস্থাকে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।এসময় তিনি সুপেয় পানির পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ের শৌচাগারগুলো আধুনিক করা,পর্যাপ্ত পানির ব্যবস্থা করা এবং পরিবেশবান্ধব করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত অতিথিদের প্রতি আহবান জানান।ক্লাব প্রেসিডেন্ট মো.মহিউদ্দিন বলেন,রোটারী ক্লাব অব বান্দরবান জেলার বিভিন্ন উন্নয়নমুলক কাজে সহযোগিতা করে যাচ্ছে এবং আগামীতেও সহযোগিতার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।একইদিন বিদ্যালয়ের প্রবেশ মুখে একটি নোটিশ বোর্ডও স্থাপন করেছে রোটারি ক্লাব অব বান্দরবান।উল্লেখ্য,২০০২ সালে রোটারি ক্লাব বান্দরবান প্রতিষ্টার পর থেকে বান্দরবানের বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে,বিশেষ করে দুর্গম পাহাড়ের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিনামুল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি ক্রীড়া সামগ্রী বিতরণ করা এবং অনাথ এতিম শিশুদের খাদ্য সামগ্রী বিতরণসহ সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে রয়েছে এই সামাজিক সংগঠন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর