
বান্দরবানে সদ্য বদলীকৃত বিতর্কিত বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিনের বদলি আদেশ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান শাখা।রোববার (১ ডিসেম্বর) বিকেলে সংগঠনের জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি জমা দেন।সংগঠনটির দাবি,ওই কর্মকর্তা একাধিক অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত,তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং সাংবাদিক হয়রানিসহ গুরুতর অভিযোগ রয়েছে।এহেন অভিযুক্ত ব্যক্তিকে বান্দরবানের দায়িত্ব দেওয়া অযৌক্তিক ও অপমানজনক।স্মারকলিপিতে বলা হয়,গত ৩০ নভেম্বর জসীম উদ্দীনকে বরগুনা থেকে বান্দরবানে বদলি করা হয়।অথচ তার বিরুদ্ধে পরকীয়া,জালিয়াতি,বিবাহসংক্রান্ত প্রতারণা এবং নারী–শিশু নির্যাতন আইনে মামলার অভিযোগ রয়েছে।বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে।এসব অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি সাংবাদিকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা করেন, যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।নেতৃবৃন্দ বলেন, ‘অভিযুক্ত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একজন কর্মকর্তাকে বান্দরবানের দায়িত্বে পাঠানো পুরো জেলার প্রতি বৈষম্যমূলক আচরণ।এটি শাস্তিমূলক বদলির অপসংস্কৃতি, যা বন্ধ করতে হবে।’ তারা আরও জানান,এ সিদ্ধান্ত দ্রুত বাতিল না হলে ছাত্রসমাজ,অভিভাবক ও সাধারণ জনগণকে নিয়ে তারা অবস্থান কর্মসূচি ও ঘেরাওসহ গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবেন।
স্মারকলিপিতে পিসিসিপি’র ৫ দফা দাবি:
১. মোহাম্মদ জসীম উদ্দীনের বান্দরবান বদলি আদেশ অবিলম্বে বাতিল।
২. পার্বত্য জেলাকে শাস্তিমূলক বদলির গন্তব্য হিসেবে ব্যবহার বন্ধ।
৩.বদলি ও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা ও মর্যাদা নিশ্চিত করা।
৪.অভিযোগপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে বিরত রাখার নীতিমালা বাস্তবায়ন।
৫.ভবিষ্যতে কোনো শাস্তিমূলক বদলির তালিকায় বান্দরবানের নাম অন্তর্ভুক্ত না করা।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.