বান্দরবানে বেকার জনশক্তির দক্ষতা উন্নয়নে সামাজিক প্রচারাভিযান মুলক কর্মশালা


প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০১৭ ১০:৫২ : অপরাহ্ণ 1804 Views

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়।গতকাল সকালে (২৮ নভেম্বর)  বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পায়াকট বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে দক্ষতা বিষয়ক সচেতন মুলক কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো:মাকসুদ চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম,কন্টেন ডেভলপমেন্ট কর্মকর্তা ডা:ওলিউর রহমান,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষমিতা খিসা সহ আরো অনেকে।অনুষ্টানে অতিথিরা বলেন দেশেরে মোট ১৪ জেলার ১০৭ উপজেলার ১০৬ টি ইউনিয়নে তারা বেকার যুব সমাজকে নানা ভাবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলছে।২০১৪ সাল থেকে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে পাঁচ লক্ষ জনশক্তি গড়ে তোলা হবে এই প্রকল্পের মাধ্যেমে এবং এই প্রকল্পের আওতায় সরকারিভাবে প্রশিক্ষন নেওয়া থেকে শুরু করে ৭০ ভাগ চাকরি ও নিশ্চিত করা হয়েছে।শিল্প প্রতিষ্টানের চাহিদার আলোকে বেসরকারি পর্যায়ে ১২ টি ইন্ডান্ট্রি অ্যাসোসিয়েশন সরকারি পর্যায়ে প্রবাসী কল্যান ও মন্ত্রনালয় শিক্ষা মন্ত্রনালয়,শিল্প মন্ত্রনালয় এবং ক্রীড়া মন্ত্রনালয়ের আওতাধীন বিভিন্ন কারিগরি প্রশিক্ষন প্রতিষ্ঠান এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বাংলাদেম ব্যাংকের এসএমই বিভাগ তাদের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষন কার্যক্রম বাস্তবায়ন করছে।আর তাই বেকার যুব সমাজকে কাজে লাগিয়ে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর