ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের নানা কর্মসূচী


সিএইচটি টাইমস রিপোর্ট প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০১৯ ২:৪৫ : পূর্বাহ্ণ 597 Views

আজ ১২ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস’২০১৯।সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৃতীয় বারের মতো যথাযথ মর্যাদায় জেলা ও উপজেলাসহ দেশব্যাপী দিবসটি উদযাপিত হবে।দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ০৯:৩০ টায় র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে-‘সত্য মিথ্যা যাচাই আগে,ইন্টারনেটে শেয়ার পরে’।

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন গত ২ ডিসেম্বর জেলার সকল মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিকট থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং ‘সত্য মিথ্যা যাচাই আগে/ইন্টারনেটে শেয়ার পরে’ বিষয়ক রচনা আহ্বান করে।বান্দরবান জেলা প্রশাসন ইতিমধ্যে এই দুই ক্যাটাগরিতে বিজয়ী ছয় শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে।ডিজিটাল বাংলাদেশ দিবস’২০১৯ সফল করতে বান্দরবান জেলা প্রশাসন ব্যাপকভাবে প্রচার-প্রচারণা করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের লক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নির্বাচনী ইশতেহারে ২০০৮ সালে ১২ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন। ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে মন্ত্রিসভা বৈঠকে ১২ই ডিসেম্বরকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে প্রথমবারের মতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে দিনটি উদযাপিত হলেও গত বছর ২৬শে নভেম্বর দিবসটির নাম পরিবর্তন করে সরকার ১২ই ডিসেম্বরকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য,বান্দরবান পার্বত্য জেলা থেকে নিয়মিত প্রকাশিত এবং প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম বান্দরবান জেলা প্রশাসন কতৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা’১৫ তে এটুআই এর ‘স্থানীয় অনলাইন পত্রিকা’ হিসেবে পুরষ্কৃত।এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা প্রশাসন কতৃক আয়োজিত এবং বাস্তবায়িত প্রতিটি কর্মসূচীর খবর দীর্ঘদিন ধরে সিএইচটি টাইমস ডটকম অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করে আসছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর