

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের জন্য মো.কামাল উদ্দিন এর হাতে ১৮ লক্ষ টাকার চেক তুলে দেন।এসময় মো.কামাল উদ্দিন নিজের অভিব্যক্তি প্রকাশ করেন এবং বলেন,জেলা প্রশাাসক শামীম আরা রিনি এবং অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক এর আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতায় আমি এই চেক পেয়েছি এবং এই চেক হাতে পেতে আমাকে একটি টাকাও অনৈতিকভাবে প্রদান করতে হয়নি কাউকে।এসময় তিনি প্রশাসনের আন্তরিকতার কথা তুলে ধরেন এবং সাধারণ জনগণ যাতে আগামীতে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক সহজেই গ্রহণ করতে পারে সেজন্য সার্বিক সহযোগিতা করার আহবান জানান।অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক জানান,দীর্ঘদিন পরে একটি এল,এ মামলার নিস্পত্তি হলো।তার মাধ্যমে বান্দরবানের রুমা উপজেলার ৩৬৬নং সেংগুম মৌজার মৃত সুবেদার জাফর আহমেদ এর ছেলে মো.কামাল উদ্দিনের হাতে আজ জেলা প্রশাাসক শামীম আরা রিনি অধিগ্রহণকৃত ভুমির ক্ষতিপূরণ বাবদ ১৮ লক্ষ টাকার চেক প্রদান করেন।এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক,রেভিনিউ ডেপুটি কালেক্টর মেহেদী হাসান ফারুক,সিনিয়র সহকারী কমিশনার মো.ফয়েজুর রহমান,টুরিস্ট পুলিশ এর ইনচার্জ মো.মাহাবুব আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







