এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

লামায় চার হাজার ৫৬০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত


প্রকাশের সময় :৯ জুলাই, ২০১৭ ৩:২৩ : পূর্বাহ্ণ 712 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বন্যা ও পাহাড়ধসে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে চার হাজার ৫৬০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া রাস্তাঘাট ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়।তবে কেউ হতাহত হয়নি।গত রবিবার থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির বৃহস্পতিবার উন্নতি হয়।স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে প্লাবিত এলাকাগুলো থেকে ঢলের পানি নেমে যায়।আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ঘরে জমে যাওয়া কাদামাটি এবং ময়লা আবর্জনা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে বন্যা কবলিতরা।তবে পানি কমার সাথে সাথে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায়।টিউবওয়েল এবং রিংওয়েলগুলো বানের ময়লা পানিতে তলিয়ে যাওয়া এমন পরিস্থিতির সৃষ্টি হয়।বন্যা ও পাহাড় ধসে পৌরসভা এলাকায় তিন হাজার ঘরবাড়ি,লামা সদর ইউনিয়নে বন্যায় ২৫০টি ও পাহাড়ধসে ২৫টি ঘরবাড়ি,রুপসীপাড়া ইউনিয়নে বন্যায় এক হাজার ৪৩টি ও পাহাড়ধসে ৭টি ঘরবাড়ি, ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ২০০টি ঘরবাড়ি,সরই ইউনিয়নে ১৫টি ঘরবাড়ি,ফাইতং ইউনিয়নে পাহাড়ধসে ২০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা জানিয়েছেন।একই সাথে পৌরসভাসহ সবকটি ইউনিয়ন ও পৌরসভায় রাস্তাঘাট ভেঙ্গে তছনছ হয়ে গেছে।সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ হাজার টাকা এবং দুই কিস্তিতে ১৫ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।পানি কমার সাথে সাথে পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ অলিগলিতে জমে থাকা পলি ও ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। লামা-আলীকদম-চকরিয়া সড়কের বিভিন্ন স্থান থেকে বন্যার পানি নেমে যাওয়ায় লামা উপজেলার সঙ্গে আলীকদম এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠছে।পাহাড়ি স্্েরাতের টানে লামা-ফাঁসিয়াখালী সড়কের কুমারী ও ইয়াংছা ব্রিজ দুইটির দুপাশ থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।দেশের সবচেয়ে উঁচু আলীকদম-থানচি সড়কসহ উপজেলার একটি পৌরসভা এবং ৭টি ইউনিয়নের অভ্যন্তরীন বেশিরভাগ সড়ক ধসে পড়ে,পানি ¯্রােতের টানে ও সড়কের ওপর পাহাড়ধসে পড়ে সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের অভিযোগ,প্রতি বছর বর্ষা মৌসুম এলেই ৪-৫ বার বন্যা শিকার হতে হয় পৌর শহরের প্রায় ৪০ হাজার মানুষকে।বন্যা থেকে মুক্তি পাওয়ার কোন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে না প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা।লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী জানান,উপজেলায় বন্যা ও পাহাড়ধসে সাড়ে চার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট ভেঙ্গে গেছে। এছাড়া ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে।লামা পৌরসভা মেয়র মো.জহিরুল ইসলাম বলেন,বন্যায় ঝুঁকিপূর্ণ পৌরবাসীকে যথাসময়ে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।তবে বন্যা ও পাহাড়ধসে তিন হাজার ঘরবাড়ির ক্ষতি হয়।পৌরসভার পক্ষ থেকে ৬টি আশ্রয় কেন্দ্রসহ বন্যাকবলিতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ করার পাশাপাশি পানি নেমে যাওয়ার সাথে সাথে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ ও অলিগলিতে জমে থাকা পলি ও ময়লা আবর্জনা অপসারণ করা হয়েছে। বন্যা দুর্গতদেরকে পুনর্বাসনসহ সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগসহ বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহবান জানান তিনি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!