

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালনের অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ জুলাই) বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচ এ জেলা পরিষদ একাদশ কে ৩-১ গোলে বান্দরবান জেলা শিক্ষার্থী একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ ও পুরষ্কার বিতরন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুুসাই।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার),জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রমূখ।এছাড়া প্রীতি ফুটবল ম্যাচ এর সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম।এসময় পুরষ্কার বিতরন অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,জুলাই এ ছাত্রদের যে বিপ্লব সূচিত হয়েছিলো তা সর্বদা জাগ্রত রাখতে হবে।জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন,তাদের স্মরণে বান্দরবান জেলা পরিষদ এমন একটি উদ্যোগ হাতে নিয়েছে।জুলাইয়ের যে চেতনা ‘অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম’ সেটি আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে।