

বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি এর কার্যনির্বাহী কমিটি ও এডহক কমিটি বাতিল করা হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা শিল্পকলা একাডেমি এর সভাপতি অধ্যাপক থানজামা লুসাই সাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে জানানো হয়,বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিপ্লব পরিবর্তিত প্রেক্ষাপটে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি/এডহক কমিটি বাতিলের প্রস্তাব করা হয়।বাংলাদেশ শিল্পকলা আইন,১৯৮৯ তে এরুপ কোনও কমিটির অস্তিত্ব নাই।এই আইনগত সাংঘর্ষিক অবস্থা ও দেশের বিশেষ পরিস্থিতি বিবেচনায় কার্যনির্বাহী কমিটি/এডহক কমিটির সভাপতি গঠনতন্ত্রের ৭ (ক) ক্ষমতাবলে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি/এডহক কমিটি বাতিলের ক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুর্ন অনুমোদন প্রদান করেছে।ফলে পুর্বে গঠিত জেলা শিল্পকলা একাডেমি,বান্দরবান এর কার্যনির্বাহী কমিটি/এডহক কমিটি বাতিল বলে গন্য হবে।
অবিলম্বে আদেশটি কার্যকর হবে বলেও স্বারক চিঠিতে উল্লেখ করা হয়েছে।