

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হওয়া সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনালে শক্তিশালী নাইক্ষ্যংছড়ি উপজেলা দলের মুখোমুখি হতে যাচ্ছে আলীকদম উপজেলা দল।শনিবার (২৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলা স্টেডিয়ামে এই ফাইনাল খেলায় দল দুটি মুখোমুখি হবে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সেমিফাইনালে বান্দরবান উপজেলাকে ট্রাইবেকারে ৪-১ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা দল।দিনের অপর সেমিফাইনালে রুমা উপজেলা দল কে ২-০ গোলে পরাজিত করার মধ্য দিয়ে আলীকদম উপজেলা দল ফাইনালে পৌছার কৃতিত্ব অর্জন করে।টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও রোয়াংছড়ি সাব জোন এর কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ এর সার্বিক তত্বাবধানে সুশৃঙ্খলভাবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও দুই সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়।বান্দরবান জোন সুত্রে জানা যায়,সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশগ্রহণ করেছে এবং আগামী ২৭ সেপ্টেম্বর রোজ শনিবার প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত,বান্দরবান সেনা রিজিয়ন আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় বান্দরবান জোন ও বান্দরবান জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করছে।পুরো টুর্নামেন্টে স্পন্সর করছে রেডিয়েন্ট।