

রেইচা সেনা ক্যাম্পের চেকপয়েন্ট এ নিয়মিত তল্লাশি কার্যক্রমের সময় দুই মাদক ব্যাবসায়ী (স্বামী-স্ত্রী) আটক করা হয়েছে।তল্লাশীতে মোট ৮ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।শনিবার (৮নভেম্বর) রেইচা সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা সেনা সদস্যরা সাঙ্গু পরিবহনের একটি বাস (নম্বর: চট্ট মেট্রো-ব ১১-২০৫৮) থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের যাচাই-বাছাই করেন।এ সময় পলিথিন ব্যাগ,বোতল ও স্যালাইন ব্যাগে ভর্তি মোট ৮ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তিরা মো.ইব্রাহিম (৩৪),পিতা.অরুণ দাস,পটিয়া,চট্টগ্রাম।রুনা আক্তার (৩২),স্ত্রী মো.ইব্রাহিম,পাথরঘাটা,চট্টগ্রাম।উদ্ধারকৃত দেশীয় মদ ও আটককৃত ব্যক্তিদের বান্দরবান সদর থানার কিলো-১ ডে-তে কর্তব্যরত অফিসার এসআই কৌশিক সরকারের নিকট যথাযথ আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা,সন্ত্রাস দমন ও মাদক নির্মূলের কাজ অব্যাহত রাখছে।রেইচা আর্মি ক্যাম্পের এই সফল অভিযান তাদের সতর্কতা,দক্ষতা ও জননিরাপত্তায় অঙ্গীকারের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় নিবেদিতপ্রাণ এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।







