

বান্দরবানের ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চে (ইসিসি) ব্যবহারে জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আসবাবপত্র হিসেবে চেয়ার বিতরণ করা হয়েছে।গত সোমবার (২৪ নভেম্বর) সকালে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়ন এর জিএসও-টু মেজর পারভেজ রহমান ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চ (ইসিসি) এর দায়িত্বপ্রাপ্তদের হাতে ১শত ১০টি চেয়ার তুলে দেন।এসময় ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চ (ইসিসি) এর দায়িত্বপ্রাপ্তরা এইসকল চেয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বুঝে নেন এবং সেনাবাহিনীর এই মানবিক কর্মকান্ডের জন্য প্রশংসা করেন।এসময় ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-টু মেজর পারভেজ রহমান বলেন,৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্নভাবে এলাকার মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে এবং আগামীতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।







