এই মাত্র পাওয়া :

ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়লো বান্দরবান সেনা জোন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২৫ ৪:৫৪ : অপরাহ্ণ 353 Views

বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সড়ক ও জনপদ কলোনীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা তুলে দেন সেনা জোনের কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান,পিএসসি।এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের মাঝে চাল,ডাল,তেলসহ নানা খাদ্য সামগ্রী প্রদান করা হয়।এছাড়াও প্রতিটি পরিবার কে জরুরী সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন জোন কমান্ডার।এসময় সেনা জোনের কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষার জন্য নয়।বরং দেশের সাধারণ মানুষের কল্যাণেও সর্বদা সচেষ্ট।এই দুঃসময়ে সেনাবাহিনী আপনাদের পাশে দাঁড়িয়েছে যা ভবিষ্যতেও আপনাদের জন্য কাজ করে যাব।তাই এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ পাশাপাশি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।এদিকে সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।তাদের মধ্যে অনেকেই বলেন যে,এই সহায়তা না পেলে তারা চরম দুর্ভোগের শিকার হতেন।ক্ষতিগ্রস্ত একজন নারী বলেন, “আমাদের সবকিছু আগুনে পুড়ে গেছে।কোথায় থাকব,কী খাবো এসব নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম।সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে,আমাদের খাবার এবং টাকা দিয়েছে।এতে আমাদের কিছুদিন অন্তত কষ্ট কম হবে।আমরা কৃতজ্ঞ।একজন বৃদ্ধ বলেন, “এই সাহায্য আমাদের বেঁচে থাকার জন্য খুব দরকার ছিল।আমরা চাই, সরকার ও সেনাবাহিনী আমাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সাহায্য করুক।” প্রসঙ্গত,গত সোমবার (২৪ মার্চ) রাত নয়টায় সিএমবি স্টাফ কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।এতে ক্ষতিগ্রস্থ লোকজন নিঃস্ব হয়ে যায়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর