বান্দরবান সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র,ক্রীড়া সামগ্রী ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৫৩ : অপরাহ্ণ 333 Views

“সম্প্রীতির বন্ধন অটুট রাখি সমৃদ্ধ বান্দরবান গড়ি” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বান্দরবান সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি-পাহাড়ি মুসলমান ছাড়াও সনাতন ধর্মী হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ও সকল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তথা মুরং,ত্রিপুরা,চাকমা,মার্মা,বম এবং তঞ্চঙ্গ্যা এর মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বান্দরবান জোনের অধিনস্থ বান্দরবান ও রোয়াংছড়ি উপজেলায় রোয়াংছড়ি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ কর্তৃক ক্যাম্পের আওতাধীন হ্লাপাইমুখ ও কাইন্তারমুখ পাড়ার গরিব,দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সর্বমোট ১৫০ টি শীতবস্ত্র কম্বল,দুইটি পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের অধ্যায়নরত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক থেকে তিন রোলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং তরুণ যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে ক্রাম বোর্ড ও ফুটবল বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর এম এম ইয়াসিন বলেন,দুর্গম পাহাড়ের শিক্ষা ব্যবস্থার অগ্রসর না হলে পার্বত্য অঞ্চলের দুঃখ বিমোচনে ভূমিকা রাখা সম্ভব হবে না।বান্দরবানের সেনা জোনের এই ছোট সহায়তা পাড়া বাসীদের সামান্যতম হলেও উপকারে আসবে বলে তিনি মনে করেন।এছাড়াও বর্তমান যুব সমাজকে অন্যায় ও মাদকাসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও অভিহিত করেন।বর্তমানে ন্যায় ভবিষ্যতেও বান্দরবান সেনা জোন পার্বত্য অঞ্চলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবেন বলে তিনি আশ্বস্ত করেন।এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক মন্ডলী,কারবারি ও পাড়াবাসীসহ স্থানীয় জনসাধারন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর