এই মাত্র পাওয়া :

শিরোনাম: চাকসু নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সাথে পিসিসিপি নেতৃবৃন্দের মতবিনিময় বান্দরবানে সেনাবাহিনীর সহায়তায় ১০৪ বম নাগরিক কারামুক্ত নানা অনিয়মের অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করলো দুর্নীতি দমন কমিশন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত বান্দরবানে শুরু হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

বান্দরবানে সেনাবাহিনীর সহায়তায় ১০৪ বম নাগরিক কারামুক্ত


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :২০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৯ : অপরাহ্ণ 48 Views

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি,নৈসর্গিক বৈচিত্র্য, নানাবিধ সংস্কৃতি ও জনবিন্যাসে সমৃদ্ধ পাহাড়ের মনোমুগ্ধকর জেলা বান্দরবান।এই জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ বান্দরবান রিজিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।যাতে পাহাড়ের মানুষ নিরাপদ ও স্বাভাবিক জীবনযাত্রা উপভোগ করতে পারে।গত ০২ ও ০৩ এপ্রিল ২০২৪ তারিখ বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার দুটি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ব্যাংক ডাকাতি মামলায় আটককৃত ১৯৯ জন বম সদস্যদের মধ্যে সেনাবাহিনীর সার্বিক সহায়তায় এখন পর্যন্ত সর্বমোট ১০৪ জন বম সদস্য জামিনে মুক্তি পেয়েছেন।জামিনে মুক্তি পাওয়ার পর অধিকাংশ সদস্যই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বান্দরবান রিজিয়নে দেখা করতে আসেন।এরই ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ২৮ জন জামিন প্রাপ্ত সদস্য রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।রিজিয়ন কমান্ডার,বান্দরবান রিজিয়ন তাদেরকে স্বাগত জানিয়ে স্বাভাবিক জীবন যাপন করার জন্য প্রেষণাসহ প্রত্যেক’কে আর্থিক সহায়তা প্রদান করেন।তিনি বলেন, “ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সবার,পাহাড়ের শান্তি ও শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।” এছাড়াও,যে সকল বম সদস্যগণ বাংলাদেশ থেকে পালিয়ে মিজোরামসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল তারা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নিজ নিজ পাড়ায় প্রত্যাবর্তন করেছেন।ইতিমধ্যে মিজোরাম থেকে ১৬২ টি পরিবারের ৪১৩ জন নারী,পুরুষ ও শিশু তাদের নিজ পাড়ায় ফিরে এসেছেন।সেনাবাহিনী কর্তৃক প্রত্যাবর্তনকৃত বম সদস্যদের প্রত্যেক পরিবারকে খাদ্যশস্য (চাল,ডাল,তৈল, আলু,পিয়াজ,লবন,চিনি) প্রদান করা হয়েছে।এছাড়াও ঘরবাড়ি তৈরীর জন্য সরঞ্জামাদি,আত্মকর্মসংস্থান তৈরীর জন্য সেলাই মেশিন এবং বিভিন্ন সামাজিক উন্নয়মূলক কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে।বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।এতে আরও জানানো হয়,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি,নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর।পাহাড়ের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাধারণ মানুষের পাশে থেকে এমন কর্মকান্ড সর্বদা অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!