বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে এবং বান্দরবান সেনা জোনের সার্বিক সহায়তায় লংলাইপাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান রিজিয়নের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পটি মূলত জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচি।এই ক্যাম্পে আশপাশের দুর্গম পাহাড়ি অঞ্চল ও গহীন অরণ্যের বিভিন্ন পাড়া থেকে কষ্টসাধ্য পথ পাড়ি দিয়ে আগত পাড়াবাসী কে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করে সেনাবাহিনী।সোমবার (২৮ জুলাই) বান্দরবান সেনা জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম কে বিষয়টি নিশ্চিত করেছে।
এতে নারী,পুরুষ এবং শিশুসহ ১৫৩জন পাড়াবাসীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয় বিভিন্ন চর্মরোগ,দাঁতের সমস্যা,গাইনোকলজিক্যাল জটিলতা এবং সাধারণ শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।ক্যাম্পেইন চলাকালীন সময়ে রোয়াংছড়ি সাব জোনের কমান্ডার মেজর এম.এম.ইয়াসিন আজিজ উপস্থিত ছিলেন এবং তাঁর তত্ত্বাবধানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করেন।এই ক্যাম্পেইনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে লংলাইপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।পুরো কার্যক্রমটি সফলভাবে পরিচালনায় বান্দরবান সেনা জোন সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।ক্যাম্পেইন এর প্রধান অতিথি মেজর এম.এম.ইয়াসিন আজিজ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় নয় বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের পাশে থেকে তাদের মৌলিক চাহিদা পূরণেও অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এই মেডিকেল ক্যাম্প তারই একটি প্রতিফলন।পাহাড়ি-বাঙালি নির্বিশেষে দুর্গম অঞ্চলের মানুষদের চিকিৎসাসেবা দেওয়া আমাদের কর্তব্য ও দায়িত্ববোধের অংশ।আমরা বিশ্বাস করি, মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” চিকিৎসাসেবা নিতে আসা এলাকার বাসিন্দা লালমাই মারমা বলেন, “অনেকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম, কিন্তু কোথাও চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। আজ সেনাবাহিনী আমাদের এলাকায় এসে চিকিৎসা দিয়েছে,ওষুধ দিয়েছে যা আমাদের জন্য খুব বড় উপকার।
পাহাড়ের এতো ভেতরে এসে যারা আমাদের জন্য কাজ করছেন,তাদের প্রতি আমি কৃতজ্ঞ।সেনাবাহিনীর প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল।” এই মহৎ উদ্যোগের মাধ্যমে দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষ সরাসরি সুচিকিৎসা ও মানবিক স্বাস্থ্যসেবার আওতায় আসার সুযোগ পেয়েছেন।
যা সেনাবাহিনীর প্রতি স্থানীয় জনসাধারণের আস্থা,ভালোবাসা এবং পারস্পরিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করেছে।বান্দরবান রিজিয়ন ও সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.