

বান্দরবানে অসহায় দু:স্থ রোগীদের নিয়মিত বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ দিচ্ছে এমডিএস,৭ফিল্ড এ্যাম্বুলেন্স।শুধু বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ নয়,উন্নত চিকিৎসার জন্য অনেক রোগীকে দেওয়া হয়েছে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ।সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরণের সহায়তা পেয়ে বাঙ্গালীদের পাশাপাশি দুর্গম বিভিন্ন পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা বেশ খুশি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বান্দরবান সদরের সেনাবাহিনীর ৬৯পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্বাবধানে বান্দরবান সেনানিবাসে এমডিএস,৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর মাধ্যমে প্রতি রবিবার আর বুধবার সপ্তাহে দুইদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ দেয়া হচ্ছে এলাকার দুস্থ ও অসহায় রোগীদের।শুধু বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ নয়,যাদের জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য বান্দরবানের বাইরে চট্টগ্রাম বা ঢাকা হাসপাতালে যাতায়াতের প্রয়োজন তাদেরকে মানবিক সহায়তা হিসেবে বিভিন্ন পরিমান নগদ অর্থ প্রদান করা হচ্ছে।
এদিকে সেনাবাহিনীর এই মহৎ কর্মকান্ডের ফলে জেলা সদরের পাশাপাশি দুর্গম গ্রামগুলোর বিভিন্ন পাড়ার মারমা,ত্রিপুরা,বম,ম্রো,খুমীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দু:স্থ ও অসহায় রোগীরা খুশি।একসময়ে অর্থের অভাবে যারা চিকিৎসা করতে পারতো না,এখন সেই রোগীরা ছুটে যাচ্ছে এমডিএস,৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ চিকিৎসা নিতে এমডিএস, ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন যৌথখামার এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান,আমার স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। প্রথমদিকে আমি আমার স্ত্রীকে বান্দরবানের এমডিএস,৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ চিকিৎসা নিতে নিয়ে আসি, পরে সেখানে নানান ধরণের পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যেতে বলে এবং আমাকে আর্থিকভাবে সহায়তা করে।সেনাবাহিনীর অবদানের কারণে আজ আমি আমার স্ত্রীকে চট্টগ্রামে চিকিৎসা করাতে পারছি।
বালাঘাটা থেকে চিকিৎসা নিতে আসা মনুচিং মারমা জানান, আমি ও আমার পরিবার প্রায় সময় এমডিএস,৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ চিকিৎসা নিতে আসি। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের খুব যতœ সহকারে দেখে এবং সে অনুযায়ী ওষুধ প্রদান করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরণের বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কার্যক্রমে পাহাড়ের অনেক মানুষ উপকৃত হচ্ছে।এমডিএস,৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর চিকিৎসক ক্যাপ্টেন মো:আবু সায়েম জানান,বান্দরবান সদরসহ বিভিন্ন দুর্গম উপজেলা থেকে প্রতি রবিবার ও বুধবার অসংখ্য রোগী ছুটে আসে এমডিএস,৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ সেবা নিতে।যাদের জটিল রোগ নির্ণয় করা হয় পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম বা ঢাকার বিভিন্ন মেডিকেল হাসপাতালে পাঠানো ও নানা রকমের আর্থিক সহায়তা দেয়া হয়। তিনি আরো জানান,বান্দরবানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যেসকল রোগীকে চট্টগ্রাম বা ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় তাদের পরবর্তী সময়ের আপডেটগুলো আমরা তদারকি করি। ২০২৫সালের জানুয়ারী মাস থেকে এখন পর্যন্ত ১০হাজার ৩শত ৮৫জন রোগীকে বিনামুল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হয়েছে আর তার পাশাপাশি প্রদান করা হয়েছে বিভিন্ন পরিমান আর্থিক সহায়তা।
ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবার প্রত্যাশা করেন এমডিএস,৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর বিশেষজ্ঞ চিকিৎসকরা।