বড়দিন উপলক্ষে বান্দরবান জোনের উদ্যোগে ২য় ধাপের সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২১ ডিসেম্বর, ২০২৫ ১:১১ : অপরাহ্ণ 25 Views

বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার প্রয়াসে বান্দরবান সেনা জোনের উদ্যোগে ২য় ধাপের মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠানে আগত খৃষ্টান ধর্মালম্বী জনসাধারন ও গীর্জা এবং ক্লাব প্রতিনিধির মাঝে নগদ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সহায়তা হিসেবে নগদ অর্থ উপকারভূগীদের হাতে তুলে দেন বান্দরবান জোন এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ,পিএসসি।এসময় জোন কমান্ডার বলেন,খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন যাতে হাসিখুশিভাবে উদযাপন করা যায় তা নিশ্চিত করতে বান্দরবান জোন এই শুভেচ্ছা উপহার প্রদান করছেব।আমরা চাই আপনাদের এই বড়দিনে শান্তি,ভালোবাসা এবং সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়ুক।আপনারা মিলেমিশে ভালোভাবে বড়দিন উদযাপন করুন।আগামীতেও বান্দরবান জোন আপনাদের যেকোনও প্রয়োজনে পাশে থাকবে।এসময় তিনি উপস্থিত সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান।এদিন চার্চ,বিভিন্ন সংগঠনসহ তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারকে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমানসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন পাড়া থেকে আগত উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান হস্তান্তর ও বিভিন্ন সামগ্রী প্রদান এবং পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপকারভোগীরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর