

আলীকদম সেনা জোনের আওতাধীন ইয়াংছা আর্মি ক্যাম্প হতে আনুমানিক ৫০০ মিটার পূর্বে অবস্থিত লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে জীনামেজু অনাথ আশ্রম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বুদ্ধ মিশনারী ভিক্ষু সমিতির আয়োজনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ভদন্ত উঃ নন্দমালা মহাথের সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো.আবুল হাসান পলাশ,পিএসসি।এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির,বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান বাবু ভবেশ চাকমা।
এছাড়াও উক্ত সংস্থার ট্রাস্টিবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি,সরকারি ও বেসরকারি কর্মকর্তা,হেডম্যান- কারবারীবৃন্দ এবং মিডিয়াকর্মীসহ আনুমানিক ১০০-১৫০ জন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জোন কমান্ডারের নির্দেশনায় আলীকদম সেনা জোনের পক্ষ হতে প্রধান অতিথি কর্তৃক জীনামেজু অনাথ আশ্রমের সভাপতির নিকট নগদ ১০,০০০.০০ (দশ হাজার টাকা মাত্র) টাকা আর্থিক সহায়তা, মিষ্টান্ন এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,আলীকদম সেনা জোন পার্বত্য অঞ্চলের শিক্ষা,স্বাস্থ্য,মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।পাশাপাশি তিনি উল্লেখ করেন যে,বুদ্ধদেবের অহিংসা,করুণা,মৈত্রী ও মানবতার বাণী সমাজে শান্তি,সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।







