

বান্দরবানের রেইচা সেনা চেকপোস্টে তল্লাশিকালে ১২ লিটার দেশীয় মদ সহ টিটু নামে এক মাদক কারবারী আটক করেছে চেকপোস্টের দায়িত্বে থাকা সেনা সদস্যরা।শুক্রবার (২১শে নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত কারা হয়।প্রেস বার্তায় বলা হয়,জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি এর নির্দেশনা মোতাবেক রেইচা আর্মি ক্যাম্পের চেক পোস্টে নিয়মিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে পূরবী পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১১-১১৯২) থেকে ১২ লিটার দেশীয় মদ উদ্ধারসহ একজন মাদক ব্যাবসায়িকে আটক করা হয়।সেনাবাহিনীর তৎপরতার ফলে মাদক পাচারের একটি চেষ্টা ব্যর্থ হয় এবং অভিযুক্ত টিটু দেব(৩৬) কে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হয়।আটককৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার,সাতকানিয়া উপজেলার,কাজল দেবের পুত্র।পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।প্রেস বার্তায় আরোমবলা হয়,পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল,সতর্ক ও দৃঢ় ভূমিকা পালন করে আসছে।ভবিষ্যতেও বান্দরবান জোনের প্রতিটি সেনাসদস্য জোন কমান্ডারের নির্দেশনা মোতাবেক এরূপ দ্রুত, পেশাদারী ও কার্যকর তৎপরতা মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বধ্যপরিকর।রেইচা আর্মি ক্যাম্পের নিয়মিত তল্লাশী কার্যক্রমের কারণে এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







