আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২৫ ১১:২৬ : অপরাহ্ণ 20 Views

বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন চিহ্নিত মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) আলীকদম সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ আমতলী মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম জোন এর জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির এর নেতৃত্বে একটি টহল দলের মধ্যমে অভিযানটি পরিচালিত হয়।অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.ফোরকান নামে একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য নয় লক্ষ টাকা।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহনে আটক মো.ফোরকান কে জব্দকৃত ইয়াবাসহ আলীকদম সদর থানায় সোপর্দ করা হয়।আলীকদম সেনা জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।মো.ফোরকান আলীকদম সদর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা এবং সুলতান আহমেদ এর পুত্র। এতে আরও উল্লেখ করা হয়,পার্বত্য অঞ্চলে মাদক পাচার ও অবৈধ কর্মকান্ড প্রতিরোধে আলীকদম সেনা জোন নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।সেনাবাহিনীর এই ধরনের তৎপরতায় এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সাধারন জনগনের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি।
আলীকদম সেনা জোন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর