

বান্দরবানের আলীকদমে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত আলীকদম সদরের পাহাড়তলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আলীকদম সেনা জোন।বিজ্ঞপ্তিতে জানানো হয়,আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো.হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানকালে স্কেভেটর ব্যবহার করে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০-এর ৪ (ঙ) ধারায় দুইজন ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এছাড়া পাহাড় কাটার কাজে ব্যবহৃত তিনটি ছোট ট্রাক ও একটি স্কেভেটরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিটি যানবাহনের জন্য এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।অভিযানে আটক অভিযুক্ত দুই ব্যক্তি ও জব্দ করা যানবাহনগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম বলেন, “পরিবেশ ধ্বংসকারী পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”







