সাচিং প্রু জেরীর ব্যাপক শোডাউন,জেলা বিএনপির রাজনীতিতে নতুন চমক


প্রকাশের সময় :৩০ অক্টোবর, ২০১৭ ৫:০৮ : পূর্বাহ্ণ 1014 Views

বিশেষ প্রতিবেদকঃ-ঢাকা থেকে চট্টগ্রাম,আবার চট্টগ্রাম থেকে সড়ক পথে কক্সবাজার যাওয়ার পথে রাস্তার মোড়ে মোড়ে খালেদা জিয়াকে স্বাগত জানাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক জুড়ে রাস্তার দুই পাশে দাড়িয়েছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।দক্ষিণ চট্টগ্রামসহ পুরো অঞ্চলজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।এ উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করেছেন বান্দরবান পার্বত্য জেলা বিএনপি রাজনীতির অবিসংবাদিত নেতা,বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ ও স্বাগত জানাতে ব্যাপক শোডাউন এবং হাজার হাজার নেতাকর্মী নিয়ে মোটর শোভাযাত্রা সহকারে কেরানিহাট চৌরাস্তার মাথায় অবস্থান নিয়ে জেলা বিএনপি তে জেরীর ভুমিকা কতটা শক্তিশালী তা নতুন করে প্রমাণ হয়েছে।গতকাল রবিবার সারাদিন বান্দরবানের সর্বস্তরের জনগণের মুখে মুখে ছিলো সাচিং প্রু জেরী ব্যাপক শোডাউন বিষয়টি।বলতে গেলে তাঁর শোডাউন টি ছিলো দৃষ্টিনন্দন এবং অত্যন্ত সুশৃঙ্খল যা টক অব দ্যা ডিস্ট্রিক্ট এ পরিণত হয়েছিলো।বরাবরই কর্মী বান্ধব নেতা হিসেবে জেরীর সুনাম ছিলো বহুদিন আগে থেকে।এরইমধ্যে বিগত দশটা বছর জেলা বিএনপির হাল ধরে আছেন আপোষহীন এক মূর্ত প্রতীক হিসেবে।এরই বহিঃপ্রকাশ হিসেবে দলীয় প্রধান কে স্বাগত জানাতে নেয়া কর্মসূচীর মধ্য দিয়ে জেরী পুনরায় প্রমাণ করে দিলেন বান্দরবানের বিএনপি রাজনীতিতে সাচিং প্রু জেরী কতটা জনপ্রিয় একজন কর্মী বান্ধব নেতা।রবিবার সকাল নয়টার পরপরই জেরীর নেতৃত্বে কেরানীহাটে অবস্থান নেয় বান্দরবান জেলার হাজার হাজার পাহাড়ি ও বাঙ্গালী নারী পুরুষ।সড়কের দুই পাশে দাড়ানো বান্দরবানের নেতাকর্মীদের হাতে হাতে শোভা পাচ্ছিলো খালেদা জিয়া,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বান্দরবানের জনপ্রিয় নেতা রাজপুত্র সাচিং প্রু জেরির ছবি সম্বলিত বিশাল বিশাল ব্যানার,পেষ্টুন ও পোষ্টার।বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনাও।সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিলো সাচিং প্রু জেরীর পক্ষে তীব্র রোদ উপেক্ষা করে সকাল থেকে কেরানিহাট চৌরাস্তার দুই পাশে দাড়িয়ে বান্দরবান জেলা মহিলাদল সভাপতি কাজী নিরুতাজ বেগম ও মহিলা দল সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লীনার নেতৃত্বে সহস্রাধিক পাহাড়ি ও বাঙ্গালী নারীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর বিষয়টি।এসময় তাদের চোখেমুখে ছিলো রাজ্য জয়ের খুশির ঝিলিক।নেত্রীর দৃষ্টি আকর্ষণে তাদের হাতে ঘন্টার পর ঘন্টা বড় বড় ছবি ব্যানার পোষ্টার শোভা পাচ্ছিলো কিন্তু এই দীর্ঘ সময়ে তাদের কাওকেই ক্লান্ত হয়ে রাস্তা ছেড়ে যেতে দেখা যায়নি।বিএনপি চেয়ারপারসন কে স্বাগত জানানোর পুরো প্রক্রিয়াটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাচিং প্রু জেরী।বান্দরবান কেরানিহাট রাস্তার মাথা থেকে কক্সবাজার পর্যন্ত ধর্ম বর্ন নির্বিশেষে সাচিং প্রু জেরীর নির্দেশে সর্বমোট ১১টি স্পটে প্রায় দশ হাজার নেতাকর্মীরা আলাদা আলাদা ভাবে সাচিং প্রু জেরীর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছে।এ প্রসঙ্গে সিএইচটি টাইমস ডটকমকে সাচিং প্রু জেরী বলেন,বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল।বান্দরবান পার্বত্য জেলায় এ দলের শক্ত অবস্থান রয়েছে।এই জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী রয়েছে।সমর্থকদের সংখ্যাও কম নয়।আমাদের মাননীয় চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে যাচ্ছেন।তাই আমরা হাজার হাজার নারী পুরুষ নিয়ে বেগম জিয়াকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সুশৃঙ্খল ভাবে অবস্থান নিয়েছি।আমরা ক্ষমতাসীনদের বুঝিয়ে দিতে চাই শতশত মামলা হামলা আর দমন পীড়ন চালালেও বাংলাদেশ তথা টেকনাফ থেকে তেতুলিয়া-রুপসা থেকে কাপাসিয়া পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির রাজনৈতিক শক্তি কে কখনও স্তব্ধ করে দেওয়া যাবেনা।যত দমন পীড়ন করা হবে ততই দলের জনপ্রিয়তা বাড়তে থাকবে।এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সাচিং প্রু জেরির নেতৃত্বে এসময় বান্দরবান জেলার উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির প্রভাবশালী সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,জেলা বিএনপির সহসভাপতি আব্দুর শুক্কুর,জেলা সেচ্ছাসেবক দল সভাপতি সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দৌলতুল কবীর খান সিদ্দিকী দৌলত,জেলা মহিলাদল সভাপতি কাজী নিরুতাজ বেগম,জেলা মহিলা দল সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লীনা,বান্দরবান পৌর বিএনপি সভাপতি নাছির চৌধুরী,বান্দরবান পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলো,জেলা মিডিয়া দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক জিহাদ,যুবদল নেতা হেলাল উদ্দিন প্রমুখ।এসময় নেত্রীর আগমন কে স্বাগত জানিয়ে জেলা বিএনপির প্রভাবশালী সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান সিএইচটি টাইমস ডটকম কে বলেন,বান্দরবানে বিএনপির শক্তিশালী অবস্থান রয়েছে।আজকের এই বিশাল উপস্থিতি তাঁরই বহিঃপ্রকাশ। কিন্তু একটি কুচক্রি মহল দলের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দলের ঐক্য নষ্ট এবং বিভেদ তৈরী করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।তবে আজকের এই বিশাল উপস্থিতির মধ্য দিয়ে তাদের সকল ষড়যন্ত্র আস্তাকুরে নিক্ষিপ্ত হয়েছে বলে আমি মনে করি।সাচিং প্রু জেরীর নেতৃত্বের সামনে দাড়িয়ে কথা বলার মতো জনভিত্তি তাদের নেই আজকে তা পুনরায় বান্দরবান জেলার বিএনপি নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছে।এককথায় বলতে গেলে সাচিং প্রু জেরীর ব্যাপক এই শোডাউনটি জেলা বিএনপির রাজনীতিতে নতুন চমক হিসেবেই জেলা রাজনীতির ইতিহাসে স্থান করে নিবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর