

বান্দরবানে বুধবার (২৩ জুলাই) বিকেলে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে মাইলস্টোন ট্রাজেডি কর্মসূচীতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ,প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।গণসংহতি আন্দোলন বান্দরবান জেলার প্রচার সম্পাদক সুজর্জ তংচংগ্যার সঞ্চালনায় মাইলস্টোন ট্রাজেডি কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সমন্বয়কারী রিপন চক্র বর্তী।সভাপতির বক্তব্যে রিপন চক্র বর্তী বলেন, দুর্ঘটনায় হতাহত ছাত্র ছাত্রীদের বড় হয়ে পড়া লেখা করে ডাক্তার, ইন্জিনিয়ার,উকিল,শিক্ষক বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা হওয়ার স্বপ্ন ছিল।পরিবারের ও তাঁদের নিয়ে বড় স্বপ্ন ছিল।সব স্বপ্ন মুহূর্তে ভেঙে গেলো।বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে বাহির করতে হবে।কারো দুর্ঘটানায় সমপৃক্ততা থাকলে তাঁদের আইনের আওয়াতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে সে দিকে সরকারকে সতর্ক থাকার আহবান জানান।