

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে মেঘলাস্থ বান্দরবান কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও ৩০০ নং (বান্দরবান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।এসময় দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বান্দরবান জেলা মহিলা দল,শ্রমিক দল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,মৎস্যজীবী দল,বান্দরবান পৌর বিএনপি,সদর উপজেলা বিএনপি, কৃষক দল ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা।পরে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে এবং জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর নেতৃত্বে সকালে বান্দরবান বাজারে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি বান্দরবান প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মার্কেটস্থ বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।







