

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার প্রচারণা ও ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে বান্দরবান সদর উপজেলাধীন সুয়ালক ইউনিয়নের গয়ালমারা-ভ্যাগকুল বাজার,কদুখোলা বাজার,কাইচতলী-তুলাতলী বাজার,সুয়ালক সুলতানপুর বাজার,সুয়ালক বাজার, আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া,আমতলী মারমা পাড়া,হেডম্যান পাড়া, মাঝের পাড়া ও লামার পাড়ায় বিরামহীন গনসংযোগ করেছেন ৩০০নং (বান্দরবান) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
বুধবার (১০ ডিসেম্বর) এই গণসংযোগ করা হয়।বান্দরবান জেলা বিএনপি এর সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,জেলা বিএনপি এর সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি,জেলা মহিলা দল সভাপতি কাজী নিরুতাজ বেগম,মহিলা দল নেত্রী পাইলোচিং মারমা,সাবেক জেলা যুবদল সভাপতি মো.হারুনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বান্দরবান সদর ও কুহালং ইউনিয়নের মুসলিম পাড়া,থোয়াইংগ্যা পাড়া,চড়ই পাড়া,মাং প্রু ছড়া পাড়া,প্রু মং উ হেডম্যান পাড়া,হেব্রনপাড়া বমঘাট,উজি হেডম্যান পাড়া,কাট্রলি পাড়া,লেমুঝিড়ি পাড়া,গোয়ালিয়াখোলা ও রেইচা থলি পাড়ায় গনসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।এসময় সদর উপজেলা বিএনপি এর সাবেক সভাপতি মো.আইয়ুব,জেলা শ্রমিকদল নেতা আবু তাহেরসহ স্থানীয় যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসব গণসংযোগ কর্মসূচিতে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তারের মানুষের কাছে পৌঁছে দিতে আহবান জানিয়েছেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক ও বিএনপি মনোনিত প্রার্থী সাচিং প্রু জেরী।তিনি বলেন,৩১ দফায় দলীয় যে নির্দেশনা রয়েছে তা জেলা,উপজেলা ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।
এদিকে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি ও ৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে বিজয়ী করার লক্ষে বান্দরবান পৌরসভা এর ৩নং ওয়ার্ড কালাঘাটা বিএনপির উদ্যোগে জন সাধারনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মুজিবুর রশিদ।এসময় মশিউর রহমান মিটন,পৌর বিএনপি নেতা নাছির উদ্দিন,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুর রহমানসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







