

গণসংহতি আন্দোলন,বান্দরবান পৌরসভা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।মো.আবদুল সাত্তারকে আহ্বায়ক এবং উহ্লা মং মার্মাকে সদস্য সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।শুক্রবার (২৪ অক্টোবর) বান্দরবান গণসংহতি আন্দোলন এর জেলা কার্যালয়ে আয়োজিত সভায় গণসংহতি আন্দোলন বান্দরবান জেলার সমন্বয়কারী মো.নিজাম উদ্দিন (মিজান) এর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য এডভোকেট উবা থোয়াই মার্মা।এসময় তিনি বলেন, “আমরা মজলুমের রাজনীতি করি।নিপীড়িত মানুষের জন্য রাজনীতি করি।গণতন্ত্রের সফলতার জন্য রাজনীতি করি”।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলার নির্বাহী সমন্বয়কারী প্রভাষক রিপন চক্রবর্তী।তিনি বলেন, “গণতন্ত্রের সফলতার জন্য সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। জনগণের সাথে সরকারের যদি সুসম্পর্ক তৈরি না হয় তাহলে গণতন্ত্র ব্যর্থ হবে।জনগণের সাথে সরকারের সুসম্পর্ক ছিল না বলে বিগত সরকারের পতন হয়েছে,গণতন্ত্র ব্যর্থ হয়েছে”।এছাড়া অনুষ্ঠানে জেলা কমিটির প্রচার সম্পাদক সুজর্জ তংচংঙ্গ্যা, ক্য থুই মার্মাসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন দিলিপ কুমার দে,আ্যড.উমংসিং মার্মা এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অমল চক্রবর্তী।







