
বান্দরবান ৩০০নং আসনে রাজনীতির মাঠে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে গেল এক নজিরবিহীন নাটকীয়তা।জোটের স্বার্থে শরিক দলকে ছেড়ে দেওয়া আসনটি মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আবারও ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।ফলে সংশ্লিষ্ট আসনে দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামই থাকছেন চূড়ান্ত প্রতিদ্বন্ধিতায়।ঘটনার প্রেক্ষাপটে জানা যায়,নির্বাচনে আলোচনার শুরু থেকেই এই আসনে জামায়াত ইসলামী তাদের অবস্থান বিবেচনা করে জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল।দলীয় নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে মাঠে প্রচারণা চালিয়ে আসছিলেন।তবে জোটের অভ্যন্তরীণ আসন ভাগাভাগির সমীকরণে গত রবিবার রাতে এক আকস্মিক সিদ্ধান্তে আসনটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দেওয়ার ঘোষণা আসে।রবিবার রাতের এই সিদ্ধান্তের পর দীর্ঘদিন প্রচারণায় থাকা স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দেয়। আসনটি ছেড়ে দেওয়ার পর জোটের শীর্ষ পর্যায়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়।মাঠ পর্যায়ের প্রতিবেদন এবং জনপ্রিয়তার মানদন্ডে অ্যাডভোকেট আবুল কালামের অবস্থান সুসংহত দেখে পুনর্মূল্যায়নর দাবি ওঠে।সোমবার সকালে দৃশ্যপটে পরিবর্তন আসতে শুরু করে।জোটের নীতিনির্ধারকদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়।এনসিপিকে অন্য কোনো উপায়ে ছাড় দেওয়ার সমঝোতায় এনে অবশেষে সোমবার দুপুরে জানানো হয়,আসনটি পুনরায় জামায়াতকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।এদিকে এমন দ্বিধাদ্বন্ধের কারনে জামায়াত ও এনসিপির উভয় প্রার্থী তাদের মনোনয়ন ফরম তৈরী করতে হিমশিম খেতে হয়।এই নাটকীয় পরিবর্তনের ফলে আসনটিতে নির্বাচনী লড়াই এখন আরও জমজমাট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.