

বান্দরবানে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে।শুক্রবার (০২ মে) দিবসটি উপলক্ষে বান্দরবান জেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবু সাইদ মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস শুকুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন,প্রধান ভক্তা ছিলেন চট্রগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার,বিশেষ অতিথি ছিলেন জেলার শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ আজম সহ শ্রমিক দলের নেতাকর্মী।
এসময় বক্তারা বলেন, “বর্তমান শাসনব্যবস্থায় শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বে শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণাময় হয়ে উঠেছে।” তারা বলেন, “এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা করা জরুরি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আন্দোলন বেগবান করতে হবে।”
বক্তারা আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।”