

বান্দরবানে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় বান্দরবান শহরের উজানী পাড়ায় নিজস্ব কার্যলয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে নিজাম উদ্দিন মিজান এর সভাপতিত্বে ও সুজর্জ তঞ্চঙ্গ্যার সঞ্চলনায় বান্দরবানে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির বান্দরবান জেলা শাখায় শফিকুর রহমানকে সভাপতি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক সদস্য সৈয়দ মোহাম্মদ বলেন,শ্রমিকরা বিগত সব সরকারগুলোর আমলে তারা কম বেশি শোষিত হয়েছে।আমরা চাই না শ্রমিকরা আর শোষিত হোক।আমরা চাই তারা ন্যায্য মজুরি পাই।তারা যেনো নাগরিকের সম মর্যাদা পাই।আমাদের সরকারে প্রতি অনুরোধ শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিক।সম্মেলনে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড.উবা থোয়াই মারমা, বান্দরবান জেলার নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।সম্মেলন শেষে গণসংহতি কার্যলয়ের সামনে থেকে একটা র্যালি বের হয়ে র্যালিটি বার্মিজ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।