

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে শহরের চৌধুরী মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী।সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ওলামা দলের সভাপতি হাফেজ শহিদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো.আব্দুল আলীম।প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, “বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ওলামা দলের সকল নেতাকর্মীকে সদা সর্বত্র সজাগ থাকতে হবে।জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।ওলামা দল সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করুক এটাই আমাদের প্রত্যাশা।আপনাদের ভূমিকা আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মো.ওসমান গণি,যুগ্ম আহবায়ক মজিবুর রশিদ,জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সভাপতি মো.নাসির উদ্দীন চৌধুরী, বিএনপি নেতা আবু বক্কর সহ জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এছাড়া শহীদ জিয়া,আরাফাত রহমান কোকোসহ বিএনপির সকল শহীদের রুহের মাগফেরাত প্রার্থনা করা হয়।